25 C
Dhaka,BD
May 28, 2023
Uttorbongo
গাইবান্ধা রংপুর

ছাত্রলীগ নেতা রকি হত্যা মামলার আসামি ছানু গ্রেফতার

গাইবান্ধার ফুলছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশেকুর রহমান রকি হত্যা মামলার আসামি শরিফুল ইসলাম ছানুকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) আসামিকে আদালতে তোলা হলে বিচারক তাকে কারাগারে পাঠান। এর আগে বুধবার রাতে শহরের পূর্বপাড়া থেকে ছানুকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুজ্জামান বলেন, ছাত্রলীগ নেতা রকি হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকায় আসামি শরিফুল ইসলাম ছানুকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতে তোলা হলে বিচারক ছানুকে কারাগারে পাঠান।

২০২১ সালের ১১ জুলাই আশিকুর রহমান রকি মায়ের ওষুধ নিয়ে গাইবান্ধা শহর থেকে ফুলছড়ি উপজেলার মধ্যকঞ্চিপাড়ার নিজ বাড়িতে ফিরছিলেন। সেসময় শহরের বালাসী রোড এলাকায় রকিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় পরের দিন রকির বড় ভাই রোস্তম পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।

Related posts

রেললাইনের পাশে পড়েছিল পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ

Asha Mony

গ্রিল ভেঙে চিরিরবন্দর স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪ লাখ টাকা চুরি

Asha Mony

হিলি স্থলবন্দরে ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ

Asha Mony