চার ঘণ্টা আটকে থাকার পর দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি গাইবান্ধা রেলওয়ে স্টেশন থেকে পঞ্চগড়ের উদ্দেশে ছেড়ে গেছে।
সোমবার (৪ জুলাই) সন্ধ্যা পৌনে ৬টার দিকে লালমনিরহাট থেকে রিলিফ ইঞ্জিন এনে সংযোগ দিয়ে ট্রেনটি গাইবান্ধা ছাড়ে।
গাইবান্ধা রেলওয়ে স্টেশন মাস্টার (দায়িত্বরত) মো. আব্দুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সান্তাহার স্টেশন থেকে ছেড়ে আসা দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি দুপুর ১টা ৪০ মিনিটে গাইবান্ধা স্টেশনে পৌঁছায়। এসময় হঠাৎ ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে গাইবান্ধা স্টেশনে আটকা পড়েছিল। পরে সন্ধ্যা পৌনে ৬টার দিকে রিলিফ ইঞ্জিন সংযোগ দিয়ে ট্রেনটি গন্তব্যে রওনা দেয়।
খোঁজ নিয়ে জানা যায়, পঞ্চগড়গামী ট্রেনটি বগুড়ার সান্তাহার থেকে দুপুর পৌনে ২টার দিকে গাইবান্ধা রেলস্টেশনে পৌঁছে হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে যায়। দীর্ঘ চার ঘণ্টায়ও ট্রেনের ইঞ্জিন সচল না হওয়ায় বিকল্প পথে গন্তব্যে দেন অনেকে।