গাইবান্ধার গোবিন্দগঞ্জে মুখোমুখি সংঘর্ষে আমিরুল ইসলাম (৪০) ও মমিন সরকার (৩০) নামে দুই মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।
রোববার (৩ জুলাই) বিকেলে উপজেলার গোবিন্দগঞ্জ-ফুলপুকুরিয়া সড়কের গুমানীগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আমিরুল ইসলাম জয়পুরহাটের কালাই উপজেলার ভিটাপাড়া গ্রামের ইয়াকুব আলীর ছেলে। মমিন সরকার গোবিন্দগঞ্জ উপজেলার আমতলা গ্রামের বাদশা মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, আমিরুল ইসলাম গোবিন্দগঞ্জ থেকে মোটরসাইকেল যোগে ফুলপুকুরিয়ার দিকে যাচ্ছিলেন । এ সময় বিপরীত দিক থেকে আসা মমিন সরকার মোটরসাইকেল নিয়ে গুমানীগঞ্জে পৌঁছালে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে মমিন সরকার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। আমিরুল ইসলামকে আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়া মেডিকেল হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গোবিন্দগঞ্জ থানার এসআই রফিকুল ইসলাম রফিক বিষয়টি নিশ্চিত করেছেন।