গাইবান্ধার বাদিয়াখালী রেলওয়ে স্টেশনে দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতির দাবিতে গণঅনশন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (৩০ জুলাই) দুপুরে সদর উপজেলা রেলওয়ে স্টেশন প্লাটফর্মে এ কর্মসূচির পালিত হয়। কর্মসুচিতে ওই এলাকার শতাধিক মানুষ এতে অংশ নেয়।
দোলনচাঁপা ট্রেন বিরতি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক কাজী আব্দুল খালেকের সভপাতিত্বে কর্মসূচিতে জেলা বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু, অ্যাডভোকেট ফারুক কবীর, সমাজকর্মী জাহাঙ্গীর কবির তনু, মানবাধিকারকর্মী অঞ্জলী রাণী দেবী, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী, আব্দুল মাজেদ সালাফী, গোলাম মোস্তফা মাসুদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে একই দাবিতে গত ১৬ জুলাই বাদিয়াখালী রেলওয়ে স্টেশন প্লাটফর্মে মানববন্ধন কর্মসূচি পালন করে স্থানীয়রা।