33 C
Dhaka,BD
June 7, 2023
Uttorbongo
কুড়িগ্রাম রংপুর

কুড়িগ্রামে রডে টনপ্রতি দাম বেড়েছে ৪ হাজার, সিমেন্টের বস্তা ৫৮০

জ্বালানি তেলের দামের প্রভাব পড়েছে কুড়িগ্রামের রড ও সিমেন্টের দোকানে। সিমেন্ট প্রতি বস্তায় বেড়েছে ৬০ টাকা। আর রডে প্রতি টনে তিন থেকে চার হাজার টাকা বেড়েছে। এতে শুধু গ্রাহকরা বিপাকে পড়েননি, বিক্রি নিয়ে দুশ্চিন্তায় আছেন ব্যবসায়ীরা। হঠাৎ রড-সিমেন্টের দাম বেড়ে যাওয়ায় দোকানে ক্রেতা কমেছে।

কুড়িগ্রাম পৌরশহরে রড ও সিমেন্ট বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, রড ও সিমেন্টের দাম ক্রমেই বাড়ছে। সবশেষ জ্বালানি তেলের দাম বাড়ায় পরিবহন খরচও বেড়েছে। ফলে মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে রড ও সিমেন্টের বাজারে। এছাড়া ডলারের দাম বৃদ্ধি এর অন্যতম কারণ বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।

পৌরশহরের মোল্লা ট্রেডার্সের ম্যানেজার ওয়াহেদুল ইসলাম জাগো নিউজকে বলেন, ‘রডের দাম বেড়েই চলেছে। বর্তমান বাজারে টনপ্রতি লোকাল রডের দাম বেড়েছে চার হাজার টাকা। ব্র্যান্ডের রডে প্রতি টনে সাত হাজার টাকা বেড়েছে।’

রড-সিমেন্ট কিনতে এসেছিলেন মোক্তার জামান। তিনি জাগো নিউজকে বলেন, ‘প্রতিটি জিনিসপত্রের দাম বেড়েছে। আমাদের মতো নিম্ন-মধ্যবিত্ত মানুষেরা খুব কষ্টে আছি।’

তিনি বলেন, ‘খুব কষ্ট করে কিছু টাকা জমা করে ঘরের কাজ শুরু করলাম। অর্ধেক কাজ শেষ না হতেই কয়েকবার রড ও সিমেন্টের দাম বাড়লো। এখন যে অবস্থা দাঁড়িয়েছে ঘরের কাজ বুঝি শেষ করতে পারবো না।’

আরেক ক্রেতা ইউসুফ আলী বলেন, গত সপ্তাহে সিমেন্ট ৫২০ টাকা দরে কিনলাম। আজ ৫৮০ টাকা দরে কিনতে হলো। সপ্তাহের ব্যবধানে প্রতি বস্তায় ৬০ টাকা দাম বেড়েছে।

Related posts

পচা আলু সড়কে ঢেলে অবস্থান ধর্মঘট

Asha Mony

নার্সের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

Asha Mony

হেলিকপ্টারে আসা বর দেখতে মানুষের ভিড়

Asha Mony