25 C
Dhaka,BD
May 28, 2023
Uttorbongo
কুড়িগ্রাম রংপুর

কুড়িগ্রামে গাছচাপায় স্কুলছাত্র নিহত

কুড়িগ্রামের রৌমারীতে গাছচাপায় আব্দুল্লাহ আল নোমান রাব্বি (১৩) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকালে উপজেলার চরশৌলমারী ইউনিয়নের পূর্বপাখিউড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নোমান চরশৌলমারী ইউনিয়নের মো. শাহ আলমের ছেলে। সে চরশৌলমারী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে নোমান তার নানাবাড়ি থেকে স্কুলে যাচ্ছিল। সেসময় পূর্বপাখিউড়া এলাকায় রাস্তার গাছ কাটছিলেন কয়েকজন কাঠুরিয়া। ওই গাছ নোমানের ওপর পড়লে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা রৌমারী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপ কুমার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় আইনি কার্যক্রম চলমান।

Related posts

থেমে থাকা এক ট্রাকে অপরটির ধাক্কা, সহকারী নিহত

Asha Mony

‘ফুলবাড়ী থেকে এশিয়া এনার্জির অফিস না সরালে বৃহত্তর আন্দোলন’

admin

বুড়িমারী স্থলবন্দরের ১৬ কর্মকর্তা-কর্মচারীকে একযোগে বদলি

Asha Mony