19 C
Dhaka,BD
January 29, 2023
Uttorbongo
ঠাকুরগাঁও রংপুর

এক রাতে কবরস্থান থেকে ১৯ কঙ্কাল চুরি

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে এক রাতে কবরস্থান থেকে ১৯টি মরদেহের কঙ্কাল চুরির খবর পাওয়া গেছে।

শনিবার (৩০ জুলাই) সকালে পৌর শহরের পীরডাঙ্গী কবরস্থানে গিয়ে এমনটা দেখতে পান স্থানীয়রা।

নানি শাশুড়ির মরদেহ দাফনের জন্য সকালে কবরস্থানে আসেন জাহাঙ্গীর হোসেন। কবরে মাটি দিয়ে ফেরার পথে তার চোখে পড়ে কিছু পোশাকের স্তূপ।

তিনি বলেন, ‘একটু ভয় পেয়েছিলাম। পরে কয়েকজনকে ডাকলাম। তারা এলে কাছাকাছি গিয়ে দেখি সেখানে তোয়ালে, ট্রাউজারসহ অনেকগুলো পোশাক পড়ে আছে আর কবরগুলোর বেড়া ভাঙা। ভেতরে গিয়ে দেখি ১৯টি কবর থেকে কঙ্কাল চুরি হয়েছে।’

স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, ‘কঙ্কাল চুরির পর হয়তো পোশাক পরিবর্তন করে এখান থেকে চলে যায়। ১৯টি কবরের ভেতরে মরদেহের কোনো কঙ্কাল নেই। সেগুলো চুরি করে নিয়ে গেছে। এ নিয়ে আমরা অনেক আতঙ্কে আছি।’

এ বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জাগো নিউজকে বলেন, খবর পেয়ে আমি কবরস্থান পরিদর্শনে আছি। বিস্তারিত পরে বলা যাবে।

Related posts

বুড়িমারী স্থলবন্দরের ১৬ কর্মকর্তা-কর্মচারীকে একযোগে বদলি

Asha Mony

বড়পুকুরিয়া কয়লা খনিতে হিটস্ট্রোকে শ্রমিকের মৃত্যু

Asha Mony

স্বাস্থ্য কমপ্লেক্সের খোলা মাঠে সন্তান জন্ম দিলেন নারী

Asha Mony