পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৩০ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ১ হাজার ৫০০ টাকা কেজি দরে ৪৫ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।
মঙ্গলবার (৫ জুলাই) দুপুরে মহানন্দা নদীতে স্থানীয় জেলেদের হাতে মাছটি ধরা পড়ে।
মাছটি ধরার পর বিকেলে স্থানীয় বাজারে তোলা হলে উৎসুক জনতা দেখতে ভিড় করেন। অনেকে মাছের ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে দেন। তবে বাজারে তোলার সঙ্গে সঙ্গে মাছটি বিক্রি হয়ে যায়।
জেলেরা জানান, দুপুরে তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের দক্ষিণ কাশিমগঞ্জ গ্রামের ১১ জনের একটি দল মহানন্দা নদীতে জাল দিয়ে মাছ ধরতে যায়। মাছ ধরার একপর্যায়ে তারা নদীতে বড় আকারের মাছের উপস্থিতি টের পান। মাছের অবস্থান বুঝে তারা একত্রিত হয়ে জাল ফেলেন এবং মাছটি ধরার চেষ্টা করেন। একসময় তাদের জালে আটকা পড়ে ৩০ কেজি ওজনের বাঘাইড় মাছটি।
মহানন্দা নদী ভারত থেকে প্রবাহিত হয়ে আসায় বাঘাইড় মাছটি ভারতে থেকে আসতে পারে বলে স্থানীয়দের ধারণা।
মাছ ধরা দলের সদস্য সোহাগ ও রাসেল বলেন, প্রতি বছর এ সময় মহানন্দা নদীতে বাঘাইড় মাছ ধরা পড়ে। তবে এবারই প্রথম ৩০ কেজি ওজনের এত বড় মাছ ধরতে পেরেছি। মাছটি ধরার পর বাজারে তোলা হলে এক হাজার ৫০০ টাকা কেজি দরে কেটে বিক্রি করা হয়।