রংপুরের কাউনিয়ায় ব্যাটারিচালিত অটোরকিশাকে চাপা দিয়ে দোকানে ঢুকে পড়ে যাত্রীবাহী বাস। এতে
অটোরিকশাচালক রফিকুল ইসলাম (৪৮) নিহত হন। এ সময় আহত হয়েছেন বাসচালকের সহকারী ও এক যাত্রী।
শুক্রবার (২২ জুলাই) সকালে রংপুর-কুড়িগ্রাম আঞ্চলিক মহাসড়ক বেইলি ব্রিজ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রফিকুল বেইলি ব্রিজ গ্রামের জয়নাল হোসেনের ছেলে।
দুর্ঘটনার পর প্রায় ৩ ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন বিক্ষুব্ধ এলাকাবাসী। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক করে।
স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৬টার দিকে কুড়িগ্রামগামী ফাহমিদা হক নামের বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নিচে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশাকে চাপা দিয়ে দোকানে ঢুকে পড়ে। এতে অটোরিকশাচালক, বাসচালকের সহকারী এবং একজন যাত্রী আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নিয়ে যাওয়ার পথে অটোরিকশাচালক রফিকুল মারা যান। আহত অপর দুজনকে রমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, বেপরোয়া গতিতে আসা বাসচাপায় অটোরিকশাচালক নিহতের খবর ছড়িয়ে পড়লে মহাসড়ক অবরোধ করেন ক্ষুব্ধ এলাকাবাসী। এতে সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ জাগো নিউজকে বলেন, বাসচালক ঘুমের ঘোরে থাকার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটেছে। ঘটনার পর গাড়িচালক পালিয়ে যায়। বাসটি আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।