27 C
Dhaka,BD
January 31, 2023
Uttorbongo
দেশজুড়ে রংপুর

বৃষ্টির আশায় রংপুরে নামাজ

আষাঢ় পেরিয়ে এখন চলছে শ্রাবণ মাস। এরপরও নেই বৃষ্টির দেখা। তাই বৃষ্টির আশায় রংপুরে দুই রাকাত ইসতিস্কার নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। সম্মিলিত ইমাম পরিষদ রংপুর জেলা ও মহানগর শাখার আয়োজনে মঙ্গলবার (১৯ জুলাই) বেলা সোয়া ১১টায় কালেক্টরেট ঈদগাহ মাঠে এ নামাজ অনুষ্ঠিত হয়।

নামাজে ইমামতি করেন সম্মিলিত ইমাম পরিষদ রংপুর জেলার সভাপতি ও কারামতিয়া জামে মসজিদের খতিব মাওলানা মো. বায়েজিদ হুসাইন।

নামাজ অংশ নেন রংপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মাহমুদুর রহমান টিটু, সম্মিলিত ইমাম পরিষদ রংপুর জেলার সেক্রেটারি মাওলানা মো. হাফিজুল ইসলামসহ বিভিন্ন এলাকা থেকে আসা কয়েকশ মুসল্লি। নামাজ শেষে তাপদাহ থেকে পরিত্রাণের আশায় বৃষ্টিসহ দেশ ও জাতির কল্যাণে দোয়া অনুষ্ঠিত হয়।

নামাজের আগে কোরআন ও হাদিসের আলোকে বয়ান পেশ করেন ইমাম পরিষদের নেতৃবৃন্দ।

Related posts

কুড়িগ্রামে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

Asha Mony

প্রচণ্ড গরম-লোডশেডিংয়ে দিনাজপুরে বেড়েছে হাতপাখার কদর

Asha Mony

দিনাজপুরে ৫০ জামাতে ঈদের নামাজ আদায়

Asha Mony