27 C
Dhaka,BD
February 6, 2023
Uttorbongo
চাঁপাইনবাবগঞ্জ দেশজুড়ে রাজশাহী

বিএনপির আরও ১৭ নেতাকর্মী গ্রেফতার:পুলিশের ওপর হামলা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কৃষক দলের সমাবেশ থেকে পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনায় বিএনপির আরও ১৭ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ আগস্ট) বিকেলে তাদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতার ১৭ জনের মধ্যে রয়েছেন কানসাট ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি টমাস উদ্দিন ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রুবেল আলী।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় ফুটেজ দেখে শনাক্ত করে সোমবার রাতে বিএনপির ১৭ নেতাকর্মীকে আটক করা হয়েছে। এনিয়ে এ মামলায় ২৯ বিএনপি নেতাকর্মীকে গ্রেফতার করা হলো।

এর আগে পুলিশের দায়ের করা মামলায় ৩০ জনকে এজাহারনামীয় ও ৯০-১০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন শিবগঞ্জ থানার এসআই শিহাব উদ্দিন।

রোববার বিকেলে উপজেলা ও পৌর কৃষকদলের ব্যানারে সাবেক সংসদ সদস্য অধ্যাপক শাহজাহান মিঞার বাসভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ইসলামী ব্যাংকের সামনে আসে। এসময় সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে বিএনপির নেতাকর্মীদের অনুরোধ জানালে বিক্ষুব্ধ নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে।

Related posts

রাবিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ চান বেলায়েত শেখ

Asha Mony

বগুড়ায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ভিজিডির চাল আত্মসাতের অভিযোগ

Asha Mony

ভয়াবহ হচ্ছে ভাঙন, তিস্তার পানিতে বন্ধ ১০ প্রাথমিক বিদ্যালয়

admin