33 C
Dhaka,BD
June 7, 2023
Uttorbongo
দেশজুড়ে নীলফামারী রংপুর

নীলফামারীতে বজ্রপাতে প্রাণ গেলো দুই কৃষকের

নীলফামারী সদর উপজেলায় ধানের জমিতে কাজ করার সময় পৃথক জায়গায় বজ্রপাতে দুই কৃষক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও দুজন।

শনিবার (৩০ জুলাই) বিকেল উপজেলার কচুকাটা ও চাঁদেরহাট এলাকায় এ দুটি ঘটনা ঘটে।নিহতরা হলেন- কচুকাটা ইউনিয়নের মাঝাপাড়া গ্রামের মোখছেদুল ইসলাম (৫৫) ও রামনগর ইউনিয়নের চাঁদেরহাট আর্দশপাড়া গ্রামের রেদোয়ানুল ইসলাম (২২)। জমিতে হাল দেওয়ার সময় পাওয়ার ট্রলির দুই চালক আলম ও রশিদ আহত হন।

স্থানীয়রা জানান, বিকেলের দিকে বৃষ্টি হচ্ছিল। এ সময় তারা বৃষ্টিতে ভিজে জমিতে আমন চারা রোপণের জন্য হাল দিচ্ছিলেন এবং সেচের জন্য নালা তৈরি করছিলেন। হঠাৎ বজ্রাঘাতে ঘটনাস্থলেই দুই কৃষক মারা যান। আহত হন দুজন। তাদের উদ্ধার করে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রউপ জাগো নিউজকে বলেন, মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তরসহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

Related posts

সিরাজগঞ্জে রাস্তা পার হওয়ার সময় ট্রাকচাপায় বৃদ্ধা নিহত

admin

ভাইয়ের কোলে চড়ে পরীক্ষা কেন্দ্রে আসে আশরাফ

Asha Mony

‘চালানই যদি না বাঁচে তাইলে তো চাষের কাম কইরা লাভ নাই’

admin