শেরপুরের নকলায় নাতিকে দেখতে গিয়ে বাসের চাকায় পৃষ্ট হয়ে নারজিনা আক্তার (৪৮) নামের এক নারী নিহত হয়েছেন।
বুধবার (২৭ জুলাই) রাত পৌনে ৯টার দিকে উপজেলার গনপদ্দী কৈয়ার বাজারে এ দুর্ঘটনা ঘটে। নারজিনা উপজেলার বানেশ্বর্দী ইউনিয়নের বানেশ্বর্দী খন্দকার পাড়া এলাকার মৃত মিরাজ আলী স্ত্রী।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, নারজিনা আক্তার সন্ধ্যার পর বাড়ি থেকে বের হয়ে গনপদ্দিতে তার ছেলের ঘরে নাতি দেখতে আসেন। রাত পৌনে ৯টার দিকে নাতির জন্য গনপদ্দি বাজারের দোকান থেকে চিপস ও চানাচুর কিনে রাস্তা পারাপারের সময় শেরপুরগামী সোনারবাংলা পরিবহনের একটি বাসের চাকায় স্পৃষ্ট হয়ে তিনি মারা যান।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান জাগো নিউজকে বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে নকলা হাসপাতালে নিয়ে আসি। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।