20 C
Dhaka,BD
January 27, 2023
Uttorbongo
দিনাজপুর দেশজুড়ে রংপুর

তিনদিনে হিলিতে কাঁচা মরিচের দাম কেজিতে বেড়েছে ৬০ টাকা

তিন দিনের ব্যবধানে দিনাজপুরের হিলির সবজি বাজারে কাঁচা মরিচের দাম কেজিতে ৬০ টাকা বেড়েছে। তবে অপরিবর্তিত রয়েছে শুকনা মরিচের।

মঙ্গলবার (২ আগস্ট) সকালে হিলি বাজার ঘুরে দেখা গেছে, সবজি বাজারে কাঁচামরিচ ২০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। যা গত সপ্তাহের শেষদিনও ছিল ১৪০ টাকা। একই সময় দেশি শুকনা মরিচ ৩০০ আর ভারতীয় মরিচ ৪০০ টাকায় বিক্রয় হচ্ছে।

হিলি কাঁচা বাজারের সবজি বিক্রেতা শাকিল হোসেন জাগো নিউজকে বলেন, কাঁচা মরিচের দাম তিনদিনে কেজিতে ৬০ টাকা বেড়েছে। মরিচের দাম কখনো কমছে আবার বাড়ছে। এতে ক্রেতাদের সঙ্গে বাগবিতণ্ডা লেগেই থাকে। দাম আমাদের বাড়লেও কিছু করার থাকে না কমলেও কিছু করার থাকে না।

jagonews24

বাজার করতে আসা অটোরিকশাচালক জব্বার আলী জাগো নিউজকে বলেন, এসব লিখে কী করবেন? গরিব হয়ে আমাদের কপাল পুড়েছে। এক সপ্তাহ কমলে পাঁচ সপ্তাহ দাম বাড়ে। এটাই আমাদের নিয়তি।

ব্যবসায়ী তোফাজ্জল হোসেন জাগো নিউজকে বলেন, মূলত আমাদের এই এলাকায় মরিচের আবাদ খুবই কম হয়। কাঁচামরিচ আসে পঞ্চগড় থেকে। টানা খরার পর কয়দিন আগের বৃষ্টিতে কৃষকের কপাল পুড়েছে। এ কারণে সরবরাহ কমলে দাম বাড়ে আর সরবরাহ বেশি হলে দাম কমে। এতে ব্যবসায়ীদের কিছু করার থাকে না।

Related posts

কুড়িগ্রামে বেড়েছে কলা চাষ

Asha Mony

দিনাজপুরে বৃষ্টির আশায় তিন গ্রামে ইন্দ্র দেবের নগর বিয়ে

admin

যাত্রী সেজে বাসে ডাকাতির ঘটনায় যুবক গ্রেফতার

Asha Mony