33 C
Dhaka,BD
June 6, 2023
Uttorbongo
জয়পুরহাট দেশজুড়ে রাজশাহী

জয়পুরহাটে একজনের যাবজ্জীবন মাদক মামলায়

জয়পুরহাটে মাদক মামলায় আরশেদ আলী ওরফে রাশেদ (৫৮) নামে একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তার ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

বুধবার (১৫ জুন) দুপুর ১২টায় অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক গোলাম সারোয়ার এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আরশেদ আলী ওরফে রাশেদ পাঁচবিবি উপজেলার পূর্ব রামচন্দ্রপুর গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে।

জয়পুরহাট জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট নৃপেন্দ্রণাথ মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালের ১৭ নভেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পাঁচবিবি উপজেলার পূর্ব রামচন্দ্রপুর গ্রামে আরশেদ আলীর বাড়িতে অভিযান চালায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় ৪০ গ্রাম হেরোইনসহ তাকে গ্রেফতার করা হয়। পরে একই দিন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক সাকিব সরকার বাদী হয়ে পাঁচবিবি থানায় মামলা করেন। মামলার স্বাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন।

Related posts

হংকং গেলো চাঁপাইনবাবগঞ্জের আম

Asha Mony

ঈশ্বরদীতে ৯ দিনে ২০ জন ডেঙ্গু আক্রান্ত

Asha Mony

আরও একজনের মরদেহ উদ্ধার, নিহত বেড়ে ২৫

admin