33 C
Dhaka,BD
June 7, 2023
Uttorbongo
চট্টগ্রাম দেশজুড়ে

চট্টগ্রামের হালদা নদীতে আবারো ডলফিনের মৃত্যু

আবারো চট্টগ্রামের হালদা নদীতে ডলফিনের মৃত্যু হয়েছে। হালদা নদী থেকে মৃত অবস্থায় গাঙ্গীয় শুশুকটিকে উদ্ধার করা হয়েছে।

বুধবার (২০ জুলাই) দুপুরে রাউজান উপজেলার আজিমের ঘাট এলাকায় মৃত ডলফিনটি ভেসে আসার পর সেটি উদ্ধার করা হয়।

খবর পেয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হালদা রিচার্স ল্যাবরেটরির কর্মকর্তাদের নির্দেশে স্থানীয় স্বেচ্ছাসেবীরা ঘটনাস্থলে যায়।

হালদা নদী গবেষক অধ্যাপক মনজুরুল কিবরিয়া বলেন, মৃত ডলফিনটির দৈর্ঘ্য প্রায় সাড়ে সাত ফুট। ডলফিনটির ঠোঁটের নিচের অংশ কেটে ফেলা হয়েছে। দাঁতগুলো ছেটে ফেলা হয়েছে। এই কারণে ডলফিনটিকে হত্যা করা হয়েছে বলে নিশ্চিত হয়েছি।

এ পর্যন্ত হালদা নদী ও শাখা খাল মিলিয়ে ৩৭টি মৃত ডলফিন পাওয়া গেছে বলে জানিয়েছেন মনজুরুল কিবরিয়া।

গাঙ্গেয় প্রজাতির ডলফিনের বিচরণ আছে চট্টগ্রামের কর্ণফুলী ও হালদা নদীতে। ২০১৭ সাল থেকে কর্ণফুলী ও হালদা নদীর ডলফিন নিয়ে কার্যক্রম শুরু করেন গবেষকরা। তখন থেকে হালদা ও কর্ণফুলীতে মৃত ডলফিনের সংখ্যা গণনা শুরু হয়।

২০১৭ সালের সেপ্টেম্বর থেকে ২০১৮ সালের ফেব্রুয়ারি পর্যন্ত মাত্র ছয় মাসে হালদা নদীতে ১৮টি মৃত ডলফিন পাওয়া যায়। ২০১৮ সালের মার্চ থেকে ২০২০ সালের মধ্যে ১০টি মৃত ডলফিন পাওয়া যায়। ২০২১ সালে মোট ৫টি মৃত ডলফিন পাওয়া যায়। চলতি বছরে চারটি মৃত ডলফিন পাওয়া গেছে।

এছাড়া কর্ণফুলী নদীতে এ পর্যন্ত দুইটি মৃত ডলফিন পাওয়া গেছে। কর্ণফুলী ও হালদা নদীপাড়ের বাসিন্দারা স্থানীয়ভাবে একে হুতুম বা ‍শুশুক নামে অভিহিত করেন।

Related posts

ধানক্ষেত থেকে ব্যবসায়ীর মাথা থেঁতলানো মরদেহ উদ্ধার

Asha Mony

বৃত্তির টাকা না পেয়ে প্রধানমন্ত্রীকে প্রথম শ্রেণির ছাত্রের চিঠি

Asha Mony

রংপুরে আগের দামেই বিক্রি হচ্ছে সয়াবিন

admin