33 C
Dhaka,BD
June 7, 2023
Uttorbongo
চাঁপাইনবাবগঞ্জ দেশজুড়ে রাজশাহী

আম কুড়াতে গিয়ে বজ্রপাতে নিহত ৩ চাঁপাইনবাবগঞ্জে

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ জুন) সকাল ৭টার দিকে উপজেলার চককীর্তি ও বিনোদপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চককীর্তি ওই গ্রামের খাইরুল ইসলামের স্ত্রী মেরিনা বেগম (৪০) ও মৃত জয়নালের ছেলে খাইরুল ইসলাম (৪৮) এবং বিনোদপুর এলাকার এরফান আলীর স্ত্রী সেমিয়ারা বেগম ।

চককীর্তি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড সদস্য (মেম্বার) শামীম রেজা বলেন, সকালে হঠাৎ বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়। এ সময় মেরিনা ও খাইরুল বাড়ির পাশের বাগানে আম কুড়াতে যান। সেসময় বজ্রপাতে তারা ঘটনাস্থলে মারা যান। খাইরুল ইসলাম পেশায় কৃষক ও মেরিনা বেগম গৃহীনি।

চককীর্তি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আনোয়ার হাসান আনু মিঞা বলেন, আম কুড়াতে গিয়ে চককীর্তি ও বিনোদপুর এলাকায় তিনজনের মৃত্যু হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের প্রত্যেক পরিবারকে নগদ ২০ হাজার টাকা করে দেওয়া হবে।

Related posts

পাকশী বিভাগীয় রেলের আয় ৪৫২ কোটি ৮৬ লাখ টাকা

Asha Mony

যাত্রী সংকটে ‘গরিবের অ্যাম্বুলেন্স’

Asha Mony

খালিদের স্থপতি হওয়ার স্বপ্ন পূরণে পাশে দাঁড়ালেন ইউএনও

admin