প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে, দ্বিতীয় ম্যাচে ক্যারিবীয় ব্যাটার রোভম্যান পাওয়েলের তাণ্ডবে ১৯৩ রানের স্কোর গড়েছিল ওয়েস্ট ইন্ডিজ। জবাব দিতে নেমে বাংলাদেশ হেরে গেছে ৩৫ রানে। ওই ম্যাচে পেসার তাসকিন আহমেদ ৩ ওভার বল করে দিয়েছিলেন ৪৬ রান। ১৫.৩৩ করে প্রতি ওভারে।
গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে তাই তাসকিনকে দলেই রাখেনি বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। গায়ানায় বরং, এক পেসারের পরিবর্তে একজন স্পিনারকে খেলার কথাই চিন্তা করেছেন তারা। এ কারণে তাসকিনকে বাদ দিয়ে শেষ ম্যাচের একাদশে আনা হয়েছে অফ স্পিনার নাসুম আহমেদকে।
ওয়েস্ট ইন্ডিজও উইনিং কম্বিনেশন ভেঙেছে শেষ ম্যাচে এসে। একজন পেসারকে বাদ দিয়ে দলে নিয়েছে আরেকজন পেসারকে। ডানহাতি কিমো পলকে বাদ দিয়ে তারা আজ দলে নিয়েছে বাম হাতি ফাস্ট মিডিয়াম ডমিনিক ড্রেকসকে।
বাংলাদেশ একাদশ
এনামুল হক বিজয়, লিটন দাস, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান (উইকেটরক্ষক), মাহেদি হাসান, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান এবং নাসুম আহমেদ।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ
কাইল মায়ার্স, ব্রেন্ডন কিং, সামারাহ ব্রুকস, নিকোলাস পুরান (অধিনায়ক ও উইকেটরক্ষক), রোভম্যান পাওয়েল, ডমিনিক ড্রেকস, ওডেন স্মিথ, রোমারিও শেফার্ড, আকিল হোসেইন, ওবেদ ম্যাকয়, হেইডেন ওয়ালশ।