
অভিনয়ে নেমেছেন অনেক ফুটবলারই। ১৯৮১ সালে মুক্তি পাওয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে বানানো ‘এসকেপ টু ভিক্টরি’তে অভিনয় করেছেন পেলে, ববি মুর ও অসভালদো আর্দিলেস।
ডেভিড বেকহামকে দেখা গেছে ‘গোল’ সিনেমা এবং ব্রিটিশ টিভি সিরিজ ‘ওনলি ফুলস অ্যান্ড হর্সেস’-এ। ইয়ান রাইট, পল ব্রেইটনার, কার্লো আনচেলত্তিরাও ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন। এর বাইরে বিজ্ঞাপনে তো দেখাই যায় অনেক তারকাকে।
মেসিও বেশ কিছু বিজ্ঞাপনে অংশ নিয়েছেন। পেপসি, লে’স চিপস এবং অ্যাডিডাসের বিজ্ঞাপনে দেখা গেছে আর্জেন্টাইন তারকাকে। এবার আর্জেন্টিনার টিভি সিরিজ ‘লস প্রটেক্টরস’–এ অভিষেক হচ্ছে মেসির। এই সিরিজের দ্বিতীয় মৌসুমে পর্দায় দেখা যাবে পিএসজি ফরোয়ার্ডকে। কয়েক দিন আগেই তাঁর শুটিং শেষ হয়েছে।
এই সিরিজের গল্পটা তিনজন ফুটবল এজেন্টকে ঘিরে। ড্রামা-ঘরানার সিরিজটি আর্জেন্টিনায় বেশ জনপ্রিয়। বুয়েনস এইরেসসহ আর্জেন্টিনার নানা জায়গায় শুটিং হলেও মেসির চরিত্রের শুটিং করা হয়েছে প্যারিসে। এই সিরিজের দ্বিতীয় মৌসুম মুক্তি পাবে আগামী বছর। স্টার প্লাসে সিরিজটি সম্প্রচার করা হবে।