36 C
Dhaka,BD
June 6, 2023
Uttorbongo
খেলাধুলা ফুটবল

ফ্লেয়ার ছুঁড়ে মেরে নিষিদ্ধ ব্রাজিলের তারকা স্ট্রাইকার

গত মৌসুমের এক ঘটনায় শাস্তি পেলেন ব্রাজিলের তারকা স্ট্রাইকার রিচার্লিসন। এভারটন ছেড়ে টটেনহ‍্যাম হটস্পারে যোগ দেওয়া এই ফুটবলার খেলতে পারবেন না নতুন মৌসুমের প্রথম ম‍্যাচে।

২৫ বছর বয়সী রিচার্লিসনকে এক ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। সেই সঙ্গে ২৫ হাজার পাউন্ড জরিমানাও করা হয়েছে তাকে। মঙ্গলবার এক বিবৃতিতে এই শাস্তির বিষয়টি জানায় এফএ।

গত মে মাসে গুডিসন পার্কে চেলসির বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে রিচার্লিসনের একমাত্র গোলেই জিতেছিল অবনমনের শঙ্কায় থাকা এভারটন।

ওই ম্যাচের ৪৬তম মিনিটে গোলের পর মাঠে পড়ে থাকা ফ্লেয়ার গ্যালারির দিকে ছুঁড়ে মেরে বিতর্কের জন্ম দেন ব্রাজিলিয়ান তারকা। এফএ জানিয়েছে, রিচার্লিসন তার দোষ স্বীকার করেছেন, ওই ঘটনার জন্য অনুতপ্ত তিনি। তাই এক ম্যাচের নিষেধাজ্ঞাতেই বেঁচে গেছেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার।

Related posts

ভালো খেলতে খেলতে উইকেট দিয়ে এলেন বিজয়-সাকিব

Asha Mony

ইতিহাসের পাতায় ১৫তম সাকিব আল হাসান

Asha Mony

মায়ার্স-পুরানের ব্যাটে বাংলাদেশকে সহজে হারালো ওয়েস্ট ইন্ডিজ

Asha Mony