ওয়ানডেতে টাইগারদের দুর্দান্ত বোলিং আক্রমণের সামনে বারবার খেই হারিয়ে ফেলছে ওয়েস্ট ইন্ডিজ। আগের ম্যাচেও তারা ধুঁকেছে। এবার তো অলআউট হয়েছে ঘরের মাঠে নিজেদের দ্বিতীয় সর্বনিম্ন সংগ্রহ গড়ে।
ঘরের মাঠে এর আগে ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের সর্বনিম্ন রানে অলআউট হওয়ার রেকর্ডটি ছিল ৯৮ রানের। ২০১৩ সালে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে এই রান করেছিল ক্যারিবীয়রা।
গায়ানার সেই একই মাঠে এবার টাইগার বোলারদের তোপে সেই রেকর্ডও ভাঙার পথে ছিল স্বাগতিকদের। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আজ ৮৬ রানেই ৯ উইকেট হারিয়ে বসেছিল ক্যারিবীয়রা।
সেখান থেকে কেমো পল দারুণ খেলে একশ পার করে দেন দলকে। দশম উইকেট গুদাকেশ মোতির সঙ্গে ২৬ বলে ২২ রানের জুটি গড়েন এই লোয়ার অর্ডার। শেষ পর্যন্ত ৩৫ ওভারে ১০৮ রানে থামে ওয়েস্ট ইন্ডিজ।
ওয়ানডেতে এটি ক্যারিবীয়দের ১১তম সর্বনিম্ন রানে গুটিয়ে যাওয়ার রেকর্ড। এই তালিকায় এক নম্বরে আছে কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০০৪ সালে ৫৪ রানে অলআউট হওয়ার লজ্জা।
দ্বিতীয় অবস্থানটিই বাংলাদেশের বিপক্ষে। চট্টগ্রামে ২০১১ সালে ক্যারিবীয়দের মাত্র ৬১ রানে গুটিয়ে দিয়েছিল টাইগাররা।