আন্তঃমহাদেশীয় প্লে-অফে পেরুকে হারিয়ে ৩১ তম দল হিসেবে কাতার বিশ্বকাপে জায়গা করে নিল অস্ট্রেলিয়া।
নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়েও মিলল না গোল। শেষমেশ ভাগ্য নির্ধারিত হলো টাইব্রেকারে। তাতেই বাজিমাত অস্ট্রেলিয়ার। সোমবার (১৩ জুন) রাতে টাইব্রেকারে ৫-৪ গোলে পেরুকে হারিয়েছে তারা।
এ নিয়ে টানা পঞ্চম বারের মতো এবং সবমিলিয়ে ষষ্ঠবার বিশ্বকাপের মূল পর্বে খেলার সুযোগ পেল অস্ট্রেলিয়া। ২০০৬ সালের পর থেকে কোনো আসরে বাদ পড়েনি তারা। গ্রুপ ডি-তে তাদের প্রতিপক্ষ ফ্রান্স, ডেনমার্ক এবং তিউনিশিয়া।
কাতারের আহমেদ বিন আলি স্টেডিয়ামে নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত ৩০ মিনিটে গোলের দেখা পায়নি কোনো দলই। এরপর ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
টাইব্রেকারের শুরুটাও ভালো হয়নি অস্ট্রেলিয়ার। প্রথম শটে গোল করতে ব্যর্থ হন মার্টিন বয়েল। তবে পরের পাঁচটি শটেই ঠিকানা খুঁজে পায় তারা।
অন্যদিকে, পেরু প্রথম দুটি শট প্রতিপক্ষের জাল ভেদ করতে পারলেও তৃতীয় শটে এসে হোঁচট খায়। গোল করতে ব্যর্থ হন পেরুর ডিফেন্ডার লুইস আদভিনকুলা। এরপর আরও পেরুর আরও একটি শট ঠেকিয়ে দিয়ে দলকে বিশ্বকাপের টিকিট এনে দেন অস্ট্রেলিয়ার গোলরক্সক রেডমেইন। ৩৩ বছর বয়সী এই গোলরক্ষককে একজন পেনাল্টি বিশেষজ্ঞও বলা হয়।
খেলা শেষ হওয়ার মাত্র মিনিট তিনেক আগে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন রেডমেইন। নিয়মিত গোলরক্ষক ম্যাথিউ রায়ানের বদলি হিসেবে মাঠে নামেন তিনি। তবে মজার ব্যাপার হচ্ছে, সবার পরে মাঠে নামা খেলোয়াড়ই শেষ পর্যন্ত হয়ে গেলেন নায়ক।
এদিকে, ৩২ দলের কাতার বিশ্বকাপের শেষ তথা বাকি আরেকটি দল হিসেবে কারা সুযোগ পাচ্ছে সেটি জানা যাবে মঙ্গলবার (১৪ জুন) রাতে। যেখানে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে কোস্টারিকা। ম্যাচটি মাঠে গড়াবে একই ভেন্যু কাতারের আহমেদ বিন আলি স্টেডিয়ামে।