32 C
Dhaka,BD
May 28, 2023
Uttorbongo
আন্তর্জাতিক

কমল হজের খরচ সৌদি নাগরিক ও প্রবাসীদের জন্য

সৌদি আরবে অবস্থানরত সকলের জন্য পবিত্র হজের তিনটি প্যাকেজ চালু করেছে দেশটির হজ এবং ওমরাহ মন্ত্রণালয়। এই তিনটির মধ্যে প্রথম প্যাকেজ অর্থাৎ ‘হসপিটালিটি অর্ডিনারি ক্যাম্প’-এর আগের খরচ ধরা হয়েছিল ১০ হাজার ২৩৮ রিয়াল। তা কমিয়ে বর্তমান খরচ নির্ধারণ করা হয়েছে ৯ হাজার ৯৮ রিয়াল।

দ্বিতীয় হজ প্যাকেজ অর্থাৎ ‘হসপিটালিটি আপগ্রেডেড ক্যাম্প’-এর মূল্য ছিল ১৩ হাজার ৪৩ রিয়াল, যা কমিয়ে বর্তমান খরচ নির্ধারণ করা হয়েছে ১১ হাজার ৯৭০ রিয়াল।

আর তৃতীয় অর্থাৎ ‘হসপিটালিটি মিনা টাওয়ারস’ প্যাকেজের আগের মূল্য ১৪ হাজার ৭৩৭ রিয়াল থেকে কমিয়ে করা হয়েছে ১৩ হাজার ৯৪৩ রিয়াল।

তবে সৌদি হজ এবং ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, এসব প্যাকেজের মধ্যে হাজীদের মক্কায় যাতায়াতের খরচ এবং ভ্যাট অন্তর্ভুক্ত করা হয়নি। সৌদি নাগরিক এবং প্রবাসীরা মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে অথবা ‘ইতামারনা’ অ্যাপ্লিকেশনের মাধ্যমে পবিত্র হজের জন্য আবেদন করতে পারবেন।

Related posts

উৎপাদন শিল্পে শ্রমিক চাহিদা বাড়ছে দক্ষিণ কোরিয়ায়

Asha Mony

প্রথম নারী হিসেবে নিয়োগ পাওয়া কে এই শিলা : সৌদি কেন্দ্রীয় ব্যাংক

admin

যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে বন্যায় নিহত ৩৭, নিখোঁজ শতাধিক

admin