19 C
Dhaka,BD
January 29, 2023
Uttorbongo
আন্তর্জাতিক

সৌদিদের জন্য ভ্রমণ ভিসার মেয়াদ ১০ বছর করলো যুক্তরাষ্ট্র

সৌদি আরবের নাগরিকদের জন্য ভ্রমণ ভিসার মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। জানা গেছে, সৌদি নাগরিকদের জন্য ভিসার মেয়াদ পাঁচ বছর থেকে বাড়িয়ে ১০ বছর করা হবে। এ নিয়ম আগস্টের ১ তারিখ থেকে কার্যকর হবে। আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সৌদি সফরের পর এ ঘোষণা আসে। সফরকালে তিনি সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মাদ বিন সালমানসহ শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন।

সৌদিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের মিশন জানায়, দুই দেশের মধ্যে পর্যটন ও ব্যবসাকে সমৃদ্ধ করতেই ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে।

মিশনের এক বিবৃতিতে জানানো হয়, ট্রাভেলে সুবিধা দেওয়ায় সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। তাছাড়া এ পদক্ষেপের ফলে বাণিজ্যিক ও পারস্পরিক অংশিদারত্ব বাড়বে বলেও জানানো হয়।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে সৌদি আরবে যান। প্রিন্স সালমানের সঙ্গে বৈঠকে সৌদি সাংবাদিক জামাল খাশোগির হত্যার বিষয়টি তুলে ধরেন জো বাইডেন। এর পাল্টা জবাবে সৌদি প্রিন্স বলেছেন যুক্তরাষ্ট্রেরও ভুল আছে।

Related posts

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট পদত্যাগ করছেন: প্রধানমন্ত্রীর কার্যালয়

Asha Mony

মহারাষ্ট্রে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ তরুণ

Asha Mony

না জানিয়ে সিদ্ধান্ত নিচ্ছেন সেনা কর্মকর্তারা, ক্ষুব্ধ জেলেনস্কি

Asha Mony