34 C
Dhaka,BD
May 28, 2023
Uttorbongo
আন্তর্জাতিক

সুদানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর দুটি গ্রুপের সংঘর্ষে নিহত বেড়ে ৬৫

সুদানের দক্ষিণ-পূর্ব ব্লু নাইল রাজ্যে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর দুটি গ্রুপের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫ জনে। শনিবার (১৬ জুলাই) সহিংসতার জেরে ওই এলাকা ছেড়ে পালিয়েছেন কয়েক ডজন পরিবার। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বিষয়টি নিশ্চিত করেছেন।

রোববার (১৭ জুলাই) জামাল নাসের আল-সাঈদ জানান, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী হাওসা ও বার্তির মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন আরও অন্তত ১৫০ জন।

তিনি এপিকে জানান, নিহতদের মধ্যে বেশিরভাগই তরুণ এবং তাদের কেউ গুলিতে এবং কেউ ছুরিকাঘাতে মারা গেছেন।

আল-সাঈদ রাজধানী খার্তুমের কর্তৃপক্ষকে গুরুতর আহত ১৫ জনকে এয়ারলিফটে রাজধানীতে নেওয়ার জন্য অনুরোধ করেছেন। এই রাজ্যটির হাসপাতালে উন্নত সরঞ্জাম ও জীবন রক্ষাকারী ওষুধের যথেষ্ট অভাব রয়েছে।

এর আগে শনিবার কর্তৃপকক্ষ জানিয়েছিল অন্তত ৩১ জন নিহত হয়েছেন।

ওই অঞ্চলে সহিংসতা রোধে কর্তৃপক্ষ অতিরিক্ত সেনা ও প্যারামিলিটারি সদস্য মোতায়েন করেছে। রাতে কারফিউ জারি রয়েছে।

ব্লু নাইলের গভর্নর আহমেদ আল-ওমদা শুক্রবার একটি আদেশ জারি করেছেন। এতে এক মাসের জন্য কোনো জমায়েত বা মিছিল নিষিদ্ধ করা হয়েছে ওই রাজ্যে।

Related posts

রুশ ধনকুবের দেশ ছাড়তে চান ১৫ হাজারের বেশি

admin

ভারতে মাঙ্কিপক্সে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত

Asha Mony

শিনজো আবের নিহতের ঘটনা বদলে দিতে পারে জাপানকে

Asha Mony