33 C
Dhaka,BD
June 6, 2023
Uttorbongo
আন্তর্জাতিক

সব সম্পদ দান করতে চান বিল গেটস

বিশ্বের শীর্ষ ধনীদের মধ্যে বিল গেটস অন্যতম। মার্কিন এই ধনকুবের বিভিন্ন সময়ে বিশ্বজুড়ে আলোচিত হয়েছেন। এবার তিনি তার সব সম্পদ দান করে দিতে চান। থাকতে চান না বিশ্বের শীর্ষ ধনীর তালিকায়ও।

জানা গেছে, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের মোট সম্পদের পরিমাণ ১১৩ বিলিয়ন মার্কিন ডলার। ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্স অনুযায়ী, তিনি বিশ্বের চতুর্থ শীর্ষ ধনী।

বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশনে ২০ বিলিয়ন ডলার দান করার ঘোষণা দিয়েছেন তিনি। বেশ কয়েকদিন আগে বিল গেটস এক টুইটার বার্তায় জানান, সমাজের জন্য অর্থ ব্যয় করা তার কর্তব্য। এসময় মানুষের দুর্ভোগ কমাতে অর্থ ব্যয় করার কথাও উল্লেখ করেন তিনি।

তাছাড়া তিনি তার সব সম্পদ ফাউন্ডেশনে ব্যয় করার পরিকল্পনার কথাও জানান।

বিবিসির বরাত দিয়ে ইন্ডিয়া টাইমস এক প্রতিবেদনে জানায়, ২০১০ সালেও বিল গেটস এ ধরনের অঙ্গীকার করেন। তারপর তার সম্পদ বেড়ে দ্বিগুণ হয়েছে।

করোনা মহামারি, জলবায়ু ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বিষয়গুলো বিবেচনায় নিয়ে তার ফাউন্ডেশন অনুদান ছয় বিলিয়ন থেকে নয় বিলিয়নে উন্নীত করবে বলেও সম্প্রতি জানান তিনি।

Related posts

রাশিয়ার অভিযান আর দোনবাসে সীমাবদ্ধ নেই: ল্যাভরভ

Asha Mony

শ্রীলঙ্কা নিয়ে ভারতের উদ্বেগ, বৈঠকে বসছে মোদী সরকার

Asha Mony

চীনের ইলেকট্রিক গাড়ির বিক্রি বেড়েছে, চাপে টেসলা

Asha Mony