33 C
Dhaka,BD
June 7, 2023
Uttorbongo
আন্তর্জাতিক

শ্রীলঙ্কা নিয়ে ভারতের উদ্বেগ, বৈঠকে বসছে মোদী সরকার

ক্রমেই খারাপের দিকে যাচ্ছে শ্রীলঙ্কার পরিস্থিতি। পুরো দেশের অবস্থাই টালমাটাল। এর মধ্যেই ২০ জুলাই প্রেসিডেন্ট নির্বাচন। শ্রীলঙ্কার পরিস্থিতি নিয়ে ভারত সরকারও উদ্বিগ্ন। এ অবস্থায় মঙ্গলবার (১৯ জুলাই) সর্বদলীয় বৈঠকে বসবে নরেন্দ্র মোদী সরকার।

রোববার (১৭ জুলাই) সংসদ বিষয়কমন্ত্রী প্রহ্লাদ জোশী বৈঠকের কথা ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং অর্থমন্ত্রী নির্মলা সিতারামনের নেতৃত্বে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

সংবাদমাধ্যম আজকাল তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, আর্থিকভাবে নিঃস্ব হওয়ার মুখে শ্রীলঙ্কা। এরই মধ্যে দেশ ছেড়ে পালিয়েছেন সদ্য পদত্যাগ করা প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। জনরোষ থেকে বাঁচতে দেশ ছেড়ে চলে গেছেন তিনি। উড়ে বেড়াচ্ছেন এক দেশ থেকে অন্য দেশে। অস্থায়ী প্রেসিডেন্ট থাকলেও ২০ জুলাই অনুষ্ঠিত হবে প্রেসিডেন্ট নির্বাচন।

তবে এ পরিস্থিতিতে ভারতকে পাশে পাচ্ছে শ্রীলঙ্কা। ভারতের পক্ষ থেকে আগেই জানানো হয়েছে শ্রীলঙ্কার জনগণের পাশে আছে তারা। তারই ধারাবাহিকতায় প্রতিবেশী দেশের পরিস্থিতি নিয়ে আলোচনায় বসছে ভারত।

Related posts

একজন, পাঁচজন নয় ২৭ যাত্রী পাওয়া গেলো এক অটোতে

Asha Mony

শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে স্বাগত জানালো মালদ্বীপ

Asha Mony

প্যারিসে বারে বন্দুক হামলা, নিহত ১

Asha Mony