32 C
Dhaka,BD
May 28, 2023
Uttorbongo
আন্তর্জাতিক

শিনজো আবের মৃত্যু নিয়ে যা বললেন পুতিন

জাপানের সাবেক দুইবারের প্রধানমন্ত্রী শিনজো আবেকে জনসভায় বক্তৃতা দেওয়ার সময় গুলি করে হত্যা করা হয়েছে। এতে বিশ্বজুড়ে উদ্বেগ-উৎকণ্ঠা বেড়েছে। গভীর শোক জানিয়েছেন বিশ্ব নেতার। ভারত-ব্রাজিল জাতীয় শোক পালনের ঘোষণা দিয়েছে। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আবের মৃত্যুকে অপূরণীয় ক্ষতি হিসেবে আখ্যায়িত করেছেন।

এক বার্তায় আবের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে পুতিন বলেন, তিনি একজন অসাধারণ নেতা ছিলেন। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নেও আবে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন।

শুক্রবার (৮ জুলাই) বন্দুকধারীর গুলিতে গুরুতর আহত হওয়ার পর মারা যান জাপানের এই রাজনীতিবিদ।

এর আগে জানানো হয়, দেশটির নারা শহরে বক্তব্য দেওয়ার সময় তিনি হঠাৎ পড়ে যান ও আহত হন। সে সময় এনএইচকে’র এক সাংবাদিক ঘটনাস্থলে বন্দুকের গুলি ছোড়ার মতো শব্দ শুনেছেন ও আবেকে রক্তাক্ত অবস্থায় দেখেছেন।

জাপানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম জানায়, নারায় এক রাজনৈতিক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় শিনজো আবের বুকে সম্ভবত গুলি করা হয়। এতে তিনি অজ্ঞান হওয়ার পর কারও ডাকে সাড়া দিচ্ছিলেন না।

এরপর ঘটনাস্থল থেকে সন্দেহভাজন এক যুবককে আটক ও একটি বন্দুক উদ্ধার করে দেশটির নিরাপত্তা বাহিনী।

Related posts

মধ্যপ্রাচ্যসহ দেশে দেশে ঈদ উদযাপন

Asha Mony

রুশ ধনকুবের দেশ ছাড়তে চান ১৫ হাজারের বেশি

admin

ইসরায়েলি প্লেনের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার সৌদির

Asha Mony