জানা গেছে, ওই হাসপাতালের অধিকাংশ কর্মীই চুক্তিভিত্তিক নিয়োগে কাজ করছেন। তাঁরা প্রায়ই ঠিক সময়ে বেতন পান না। রোগীর স্বজনদের কাছ থেকে হাসপাতাল কর্মীদের অর্থ নেওয়ার আরও অনেক ঘটনা আছে।
সর্বশেষ এ ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সমষ্টিপুর সিভিল সার্জন এস কে চৌধুরী বলেন, ‘দায়ী ব্যক্তিদের ছাড় দেওয়া হবে না। এমন ঘটনা মানবতার জন্য লজ্জার।’
কয়েক বছর আগে ওডিশা রাজ্যে হাসপাতাল কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্স দিতে রাজি না হওয়ায় এক আদিবাসী ব্যক্তি স্ত্রীর লাশ কাঁধে নিয়ে ১০ কিলোমিটার পর্যন্ত হাঁটেন। পরে এক টেলিভিশনকর্মী এ দৃশ্য দেখে ফেলেন। তাঁর চেষ্টায় ব্যবস্থা হয় অ্যাম্বুলেন্সের।