26 C
Dhaka,BD
May 22, 2023
Uttorbongo
আন্তর্জাতিক

মার্কিন সিনেটরদের মধ্যে কিছুটা সমঝোতা: বন্দুক আইন সংস্কার

আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ আইন সংস্কার বিষয়ে রক্ষণশীল রিপাবলিক দলের বেশ কয়েকজন সিনেটরের সঙ্গে ক্ষমতাসীন ডেমোক্র্যাটদের সমঝোতা হয়েছে। এখন পর্যন্ত বন্দুক নিয়ন্ত্রণের বিরোধিতাকারী রিপাবলিক দলের ১০ সিনেটর বন্দুক নিয়ন্ত্রণের পক্ষে মত দিয়েছেন।

প্রস্তাবের বেশ কিছু বিষয়ে আলোচনা শেষ। সোমবারের মধ্যেই এর খসড়া তৈরি হওয়ার কথা ছিল।যুক্তরাষ্ট্রে রাজনৈতিক দলগুলোর এই সমঝোতাকে স্বাগত জানিয়েছে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণপন্থী বিক্ষোভকারীরা।

সম্প্রতি নিউ ইয়র্কের বাফেলোতে সুপার মার্কেটে গণগুলিতে ১০ জন এবং টেক্সাসের উভালদের স্কুলে গণগুলির ঘটনায় ১৯ শিশুসহ ২১ জন নিহত হওয়ার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রে অস্ত্র নিয়ন্ত্রণ আইন পাসের দাবিতে নতুন করে জনমত জোরদার হয়েছে। গত শনিবার দেশজুড়ে বিক্ষোভ করে অস্ত্র নিয়ন্ত্রণের পক্ষের একটি সংগঠন। এতে যোগ দেয় বিপুলসংখ্যক মানুষ।

আন্দোলনকারীদের ক্রমাগত দাবির মুখে অস্ত্র নিয়ন্ত্রণে সিনেট পর্যায়ে ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের এটাই প্রথম কোনো সমঝোতা। খসড়া প্রস্তাবে ২১ বছরের কম বয়সীদের কাছে অস্ত্র বিক্রির ক্ষেত্রে কঠোরভাবে ক্রেতার অতীত রেকর্ড যাচাই এবং বন্দুকের অবৈধ কেনাবেচার নিয়ন্ত্রণের বিষয় থাকবে বলে জানা গেছে।

বন্দুক নিয়ন্ত্রণের পদক্ষেপের বিরুদ্ধে রিপাবলিকানরা বরাবরই কট্টর। সে কারণে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণের যেকোনো ধরনের পদক্ষেপে রিপাবলিকানদের সমর্থন বেশ তাৎপর্যপূর্ণ বিষয়। ১০০ আসনের সিনেটে বর্তমানে ডেমোক্রেটিক ও রিপাবলিক উভয় দলেরই সদস্য সংখ্যা সমান। সিনেটে কোনো প্রস্তাব পাস হতে হলে অবশ্যই ৬০ ভোটের প্রয়োজন হয়। সে হিসাবে বন্দুক নিয়ন্ত্রণ আইন পাসের জন্য রিপাবলিক দলের কমপক্ষে ১০ সিনেটরের সমর্থন প্রয়োজন, যা এই মুহূর্তে আছে।

যুক্তরাষ্ট্রে বন্দুক আইন নিয়ে দলগুলোর সমঝোতাকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ‘সঠিক পথে পদক্ষেপ’ আখ্যা দিয়েছেন।

এ বিষয়ে ২০১৮ সালে ফ্লোরিডার পার্কল্যান্ড স্কুলে গুলির ঘটনায় আহত ডেভিড হগ বলেন, ‘এটি ছোট হলেও একটি অগ্রগতি। ’ ২০১১ সালে অ্যারিজোনায় বন্দুক হামলায় আহত সাবেক আইন প্রণেতা গ্যাব্রিয়েল গিফোর্ডস বলেন, ‘এগিয়ে যাওয়ার গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ’ তিনি আরো দাবি করেন, এ উদ্যোগটি বিগত ৩০ বছরের মধ্যে প্রথম কোনো পদক্ষেপ, যার মধ্য দিয়ে কংগ্রেস বন্দুক সংশ্লিষ্ট নিরাপত্তায় বড় পদক্ষেপ নিতে পারে।

সিনেটে সংখ্যাগরিষ্ঠ ডেমোক্রেটিক দলীয় নেতা চাক শুমার বলেন, সার্বিক অগ্রগতিতে তিনি সন্তুষ্ট। খুঁটিনাটি বিষয় সুনির্দষ্টি করার পর শিগগিরই আইনটি সিনেটে ভোটাভুটির জন্য দিতে চান তিনি।

আগ্নেয়াস্ত্র রাখার অধিকারের পক্ষে সক্রিয় যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রভাবশালী সংগঠন ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন (এনআরএ) জানায়, আইন সংস্কারের সম্পূর্ণ খসড়া দেখে তারা এই বিষয়ে প্রতিক্রিয়া জানাবে। অস্ত্র আইনে কড়াকড়ির বিরুদ্ধে এনআরএ বরাবরই অনড় অবস্থান নিয়ে আসছে। সূত্র : বিবিসি

Related posts

রানির মৃত্যুতে যুক্তরাজ্যে ১০ দিনের রাষ্ট্রীয় শোক

Asha Mony

রানি এলিজাবেথের অবস্থা ‘উদ্বেগজনক’

Asha Mony

ইউক্রেনের ৪ অঞ্চলে ‘গণভোট’ শুরু হচ্ছে আজ

Asha Mony