ভারতের মহারাষ্ট্রে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছেন ২৩ বছর বয়সী এক তরুণ। তার ঝাঁপ দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
নাইম আমিন নামের ওই যুবক গতকাল মহারাষ্ট্রের গির্না নদীতে ঝাঁপ দেন। এরপর থেকে উদ্ধারকারীরা তাকে খুঁজে পেতে তৎপরতা চালাচ্ছেন। তবে এতে কোনো ফল হয়নি।
এদিকে গত কয়েকদিন ধরেই ভারতের ওই রাজ্যের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি হচ্ছে। এতে ওই জেলাগুলোর নদী-খালে পানি উপচে পড়ছে।
ভারতের আবহাওয়া অফিস বলছে, ভারতের আরও কয়েকটি রাজ্যে আগামী কয়েকদিনে ভারী বর্ষণ হতে পারে।