20 C
Dhaka,BD
January 27, 2023
Uttorbongo
আন্তর্জাতিক

ব্লগার অনন্ত হত্যা: ফাঁসির আসামি ফয়সাল ভারতে গ্রেফতার

বাংলাদেশের সিলেটের ব্লগার অনন্ত বিজয় দাশকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ফয়সাল আহমদকে ভারতের বেঙ্গালুরু থেকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। ২০১৫ সালের ১২ মে অনন্ত বিজয় দাসকে খুন করা হয়। তারপরই ফয়সাল ভারতে পালিয়ে যায়। তখন থেকে সে ভারতেই ছিল।

জানা গেছে, জুন মাসের শুরুর দিকে বাংলাদেশের গোয়েন্দারা ফয়সালের খোঁজ পান। তারা ফয়সালের মোবাইল নম্বরও ভারতকে দেন। এরপর কলকাতা পুলিশের বিশেষ টাস্কফোর্স মোবাইল ট্র্যাক করে দেখে সে বেঙ্গালুরুতে রয়েছে।

গত ১ জুলাই তাকে গ্রেফতার করা হয় এবং ৩ জুলাই কলকাতায় আনা হয়। ফয়সাল কলকাতা পুলিশের কাছে জেরার মুখে আসামে জঙ্গি কার্যকলাপের কথা স্বীকার করলেও অনন্ত বিজয়ের হত্যায় জড়িত থাকার দায় এড়িয়ে গেছে। তার দাবি, তাকে ওই মামলায় ফাঁসানো হয়েছে।

পুলিশ সূত্রের খবর, ফয়সাল জেরার মুখে বলেছে, বরাক উপত্যকায় আল কায়দার আসাম মডিউলকে শক্তিশালী করার দায়িত্ব ছিল তার ওপর।

ফয়সলকে এবার বাংলাদেশ পুলিশের হাতে তুলে দেওয়া হতে পারে।

ফয়সলের কাছ থেকে একটি ভারতীয় পাসপোর্ট পাওয়া গেছে। সেখানে মিজোরামের ঠিকানা রয়েছে। তার ভোটার কার্ড রয়েছে শিলচরের। বেঙ্গালুরুতে সে ড্রাইভিং লাইসেন্স বানিয়েছিল শাহিদ মজুমদার নামে।

Related posts

ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করলো রাশিয়া

Asha Mony

বাইডেনকে পাল্টা জবাব সৌদি প্রিন্সের, ‘যুক্তরাষ্ট্রেরও ভুল আছে’

Asha Mony

শ্রীলঙ্কা নিয়ে ভারতের উদ্বেগ, বৈঠকে বসছে মোদী সরকার

Asha Mony