36 C
Dhaka,BD
June 6, 2023
Uttorbongo
আন্তর্জাতিক

বাংলাদেশের কাছ থেকে পাকিস্তানের অনেক শেখার আছে: রাজনাথ

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ‘প্রতিবেশী হিসেবে ভারত খুবই খুশি যে, বাংলাদেশ ধর্মীয় গোঁড়ামি পরিহার করে আধুনিকীকরণ, মধ্যপন্থা ও ধর্মনিরপেক্ষতার পথে দ্রুত অগ্রসর হচ্ছে। দেশটি যেভাবে সব ক্ষেত্রে অগ্রগতি অর্জন করছে, ভবিষ্যতে এটি অগ্রগতির নতুন উচ্চতায় উন্নীত হবে।’

শুক্রবার (১৫ জুলাই) কলকাতায় গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স (জিআরএসই) লিমিটেডের একটি প্রজেক্ট ১৭এ ফ্রিগেট ‘দুনাগিরি’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এসময় পাকিস্তানের দিকে ইঙ্গিত করে রাজনাথ সিং বলেন, ‘ধর্মীয় উগ্রবাদ, গোঁড়ামি ও সংকীর্ণতার সঙ্গে লড়াই করছে ভারতের একটি প্রতিবেশী দেশ (পাকিস্তান)। বাংলাদেশের কাছ থেকে তাদের অনেক কিছু শেখার আছে। দেশটি (পাকিস্তান) নিজেই দারিদ্র্য, বেকারত্ব ও সন্ত্রাসবাদের সঙ্গে লড়াই করছে এবং তারা ভারতকেও হয়রানি করার চেষ্টা করে।’

তিনি বলেন, ‘যদি ভারত তার শক্তি বাড়ায়, তবে এটি কেবল নিজের স্বার্থে নয়, তার বন্ধুদের স্বার্থেও। ভারত তার সব প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়। স্বাস্থ্য, শিক্ষা, অর্থনীতি, যোগাযোগ ও নিরাপত্তার মতো খাতে ভারত বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবে। বাংলাদেশে যে ধরনের আর্থ-সামাজিক উন্নয়ন হয়েছে, তা বিশ্বের বিভিন্ন দেশের জন্য একটি উদাহরণ।’

রাজনাথ আরও বলেন, ‘আমাদের নৌবাহিনীকে ভারত মহাসাগরীয় অঞ্চলে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে এবং অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক দুর্যোগের সময়ে এটিকে অবশ্যই প্রথমে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। নৌবাহিনীকে আমাদের বন্ধু ও অংশীদারদের প্রয়োজনের সময়েও সহায়তার জন্য প্রস্তুত থাকতে হবে।’

উত্তরাখণ্ডের একটি পর্বতচূড়ার নামে দেশীয়ভাবে নির্মিত যুদ্ধজাহাজ আইএনএস দুনাগিরির নামকরণ করা হয়েছে। এটি ১৭এ প্রকল্পের চতুর্থ যুদ্ধজাহাজ। শুক্রবার হুগলি নদীতে এটি চালু করা হয়। এ প্রকল্পের অধীনে ভারতীয় নৌবাহিনীর জন্য মোট সাতটি শিবালিক শ্রেণির ফ্রিগেট তৈরি করা হবে।

Related posts

ঘানায় মারবার্গ ভাইরাস শনাক্ত, দুজনের মৃত্যু

Asha Mony

মোড়লদের দাবার গুটি না হতে আসিয়ান দেশগুলোর প্রতি আহ্বান চীনের

Asha Mony

ইউক্রেনের ৪ অঞ্চলে ‘গণভোট’ শুরু হচ্ছে আজ

Asha Mony