25 C
Dhaka,BD
May 28, 2023
Uttorbongo
আন্তর্জাতিক

প্রথম নারী হিসেবে নিয়োগ পাওয়া কে এই শিলা : সৌদি কেন্দ্রীয় ব্যাংক

সৌদি আরব কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদে প্রথম নারী হিসেবে নিয়োগ পেয়েছেন শিলা আল-রোয়াইলি। সৌদি বাদশাহ সালমানের জারি করা রাজকীয় ডিক্রির পর শিলা আল-রোয়াইলির নিয়োগ চূড়ান্ত করা হয়েছে। খবর আরব নিউজ।

এর আগে সফলতার সঙ্গে দেশটির প্রভাবশালী তেল কোম্পানি আরামকোর কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

২০ বছরেরও বেশি সময় ধরে বিশ্বের বৃহত্তম তেল কোম্পানি আরামকোর বিভিন্ন ব্যবসা ও বিনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন শিলা আল-রোয়াইলি। ১৯৯৮ সালে এ কোম্পানিতে যোগদান করেন তিনি। বিশ্বব্যাপী তেল বাণিজ্যে কোম্পানিটির ঈর্ষণীয় সাফল্যে তার রয়েছে অনবদ্য অবদান।

২০১৯ সাল থেকে সৌদি আরামকোর অঙ্গপ্রতিষ্ঠান এবং নিজ মালিকানাধীন উইসায়াহ ইনভেস্টমেন্ট কোম্পানির প্রধান নির্বাহী (সিইও) হিসেবে কাজ করেন তিনি।

এমআইটি স্লোয়ান স্কুল অব ম্যানেজমেন্ট থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন শিলা আল-রোয়াইলি। কিং ফয়সাল ইউনিভার্সিটি থেকে অভ্যন্তরীণ স্থাপত্যে স্নাতক করেন তিনি। ১৯৯৭ সালে বৈরুত আমেরিকান বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এমবিএ করেন এ উদ্যোক্তা। 

Related posts

ন্যাশনাল হেরাল্ড মামলায় সোনিয়া গান্ধীকে ফের তলব ইডির

Asha Mony

দুই ব্যাগে ৪৫ পিস্তলসহ বিমানবন্দর থেকে দম্পতি গ্রেফতার

Asha Mony

জ্বালানি সংকট চরমে, শ্রীলঙ্কায় স্কুল বন্ধের মেয়াদ বাড়লো

Asha Mony