32 C
Dhaka,BD
June 3, 2023
Uttorbongo
আন্তর্জাতিক

পদত্যাগের ঘোষণা ইতালির প্রধানমন্ত্রীর

ইতালির প্রধানমন্ত্রীর পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করতে চান মারিও দ্রাগি। আস্থা ভোটে নিজ জোটভুক্ত দল ফাইভ স্টারের সমর্থন হারানোর পর মারিও এই ঘোষণা দেন। সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

তবে দেশটির প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেলা মারিও দ্রাগিরের পদত্যাগপত্র গ্রহণে অস্বীকৃতি জানিয়েছেন। তাকে রাজনৈতিক সমস্যা সমাধানে সংসদে ভাষণ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি মারিওকে তার সিদ্ধান্ত পুনর্বিবেচনারও আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট।

ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের সাবেক প্রধান মারিও দ্রাঘি ২০২১ সালের ফেব্রুয়ারি থেকে দেশটির জোট সরকারের নেতৃত্বে ছিলেন।

এ বিষয়ে এক বিবৃতিতে তিনি বলেছেন, জোট সরকারকে টিকিয়ে রাখতে যে আস্থার দরকার, সেটা শেষ হয়ে গেছে।

এদিকে প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণার ওপর প্রেসিডেন্টের হস্তক্ষেপের প্রভাব পুরোপুরি স্পষ্ট নয়। মারিও দ্রাগি আগামী বুধবার বুধবার পার্লামেন্টে যাবেন বলে আশা করা হচ্ছে। পাশাপাশি পর্যাপ্ত সমর্থনসহ ক্ষমতায় থাকতে পারবেন বলেও মনে করা হচ্ছে।

তবে মারিও বলেছেন, ফাইভ স্টারকে ছাড়া তিনি সরকার চালিয়ে যেতে চান না। ২০১৮ সালের নির্বাচনে ক্ষমতাসীন জোট সবচেয়ে বেশি আসন পেয়েছিল। নিয়ম অনুযায়ী আগামী বছর ইতালিতে সাধারণ নির্বাচন হওয়ার কথা রয়েছে।

Related posts

পাঞ্জাবে ইমরান খানের দলের বড় জয়

Asha Mony

ভারতের উপরাষ্ট্রপতি পদে বিজেপির প্রার্থী জগদীপ ধনখড়

Asha Mony

হৃদয় টিস্যুর মতো নরম না হলে রাজনীতির দরকার নেই: মাহাথির

Asha Mony