32 C
Dhaka,BD
May 28, 2023
Uttorbongo
আন্তর্জাতিক

দুই ব্যাগে ৪৫ পিস্তলসহ বিমানবন্দর থেকে দম্পতি গ্রেফতার

দুই ব্যাগে ৪৫টি বিদেশি পিস্তলসহ এক দম্পতিকে বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে পুলিশ। বন্দরের শুল্ক বিভাগের কর্মকর্তারা ওই দম্পতির ব্যাগ পরীক্ষা করতে গিয়ে ব্যাগভর্তি এত পিস্তল দেখে চমকে ওঠেন। খবর আনন্দবাজার পত্রিকার।

বুধবার (১৩ জুলাই) ভারতের দিল্লি ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে।

বিমানবন্দর সূত্রে জানা যায়, গ্রেফতার দম্পতির নাম জগজিৎ সিংহ ও জসবিন্দর কউর। ভিয়েতনাম থেকে দিল্লিতে ফিরছিলেন তারা। বিমানবন্দরে নামতেই শুল্ক কর্মকর্তাদের হাতে ধরা পড়েন তারা।

প্রাথমিকভাবে পিস্তলগুলোকে বিদেশি বলে ধারণা করছেন শুল্ক অধিদপ্তরের কর্মকর্তারা। তাদের মতে, ৪৫টি পিস্তলের দাম সাড়ে ২২ লাখ টাকা।

ওই দম্পতিকে জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ জানায়, তারা (দম্পতি) ভিয়েতনাম থেকে প্যারিস হয়ে দিল্লিতে এসেছেন। জগজিৎ সিংহের ভাষ্য অনুযায়ী, পিস্তলগুলো তার ভাই মনজিৎ সিংহ তাকে দিয়েছেন।

কিন্তু মনজিৎ সিংহ কোথায় থাকেন, কেনই বা তাকে পিস্তলগুলো দেওয়া হয়েছে- এর কোনো সদুত্তর পায়নি পুলিশ। এর আগেও ওই দম্পতি তুরস্ক থেকে ২৫টি পিস্তল নিয়ে এসেছিলেন বলে দাবি করছে পুলিশ।

ওই দম্পতি অস্ত্রের ব্যবসা করছেন কী না? কিংবা তারা পাচারকাজের সঙ্গে যুক্ত কী না? এই পিস্তলগুলোই বা কোথায় নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিলো?- এসব প্রশ্নের উত্তর এখন খুঁজছে দিল্লী পুলিশ। একই সঙ্গে ন্যাশনাল সিকিউরিটি গার্ডও (এনএসজি) এ ঘটনার তদন্ত করছে।

Related posts

ফিলিস্তিনে ইসরায়েলের ‘পূর্বপরিকল্পিত’ হামলা, শিশুসহ নিহত ১০

Asha Mony

একই বাড়িতে ১০৪ বছর ধরে বসবাস যে নারীর

Asha Mony

চীনে নতুন করে লকডাউনের আওতায় ১৭ লাখ মানুষ

Asha Mony