25 C
Dhaka,BD
June 9, 2023
Uttorbongo
আন্তর্জাতিক

তিন তলা থেকে চার মাসের শিশুকে ছুড়ে ফেললো বানর

বাড়ির তিন তলার ছাদ থেকে চার মাসের এক শিশুকে ফেলে দিয়েছে বানর। এতে ওই শিশুটির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের বারেলিতে।

বারেলির বন কর্মকর্তা ললিত বর্মা জানিয়েছেন, ঘটনার অভিযোগ এসেছে। বন দপ্তরের কর্মীদের একটি দল তদন্তের জন্য ঘটনাস্থলে গিয়েছে বলেও জানান তিনি।

জানা গেছে, শিশুটির বাবার নাম নির্দেশ উপাধ্যায় (২৫)। বারেলির ঢুঙ্কা গ্রামের বাসিন্দা তিনি। গত শুক্রবার সন্ধ্যাবেলায় স্ত্রী ও তিনি চার মাসের ছেলেকে নিয়ে ছাদে ঘুরছিলেন। তখনই এক দল বানর ছাদে এসে চড়াও হয়। বানরগুলোকে তাড়ানোর চেষ্টা করেন শিশুটির বাবা-মা। কাজ হয়নি।

বানরগুলো নির্দেশকে ঘিরে ধরে। বাচ্চাটিকে কোলে নিয়ে সিঁড়ির দিকে দৌড়ে পালানোর চেষ্টা করছিলেন তিনি। তখনই শিশুটি তার হাত থেকে পড়ে যায়। নির্দেশ তাকে তোলার চেষ্টা করলে শিশুটিকে ছোঁ মেরে নিয়ে যায় একটি বানর। তারপর ছাদ থেকে নীচে ফেলে দেয়। ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়েছে।

Related posts

কমল হজের খরচ সৌদি নাগরিক ও প্রবাসীদের জন্য

admin

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট পদত্যাগ করছেন: প্রধানমন্ত্রীর কার্যালয়

Asha Mony

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট প্যালেসে লঙ্কাকাণ্ড

Asha Mony