ডেনমার্কের রাজনাধী কোপেনহেগেনের একটি শপিংমলে বন্দুকধারীরা হামলা চালিয়েছেন। এতে বহু হতাহতের আশঙ্কা করছে দেশটির পুলিশ। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি ও আল-জাজিরা।
রোববার (৩ জুলাই) কোপেনহেগেনের ফিল্ডস নামে একটি শপিং মলে হামলা চালানো হয়েছে। ডেনমার্কের পুলিশ জানাচ্ছে, শপিং মলে এলোপাতাড়ি গুলি চালনার ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।
দেশটির পুলিশ বলছে, বন্দুকধারীদের হামলার ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তবে কারও মৃত্যু হয়েছে কি না, সে বিষয়ে পুলিশ এখনও কিছু জানায়নি।