34 C
Dhaka,BD
May 28, 2023
Uttorbongo
আন্তর্জাতিক

কেনিয়ায় বাস নদীতে পড়ে ২৪ জনের মৃত্যু

কেনিয়ায় একটি বাস নদীতে পড়ে অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। বাসটি দেশটির মধ্যাঞ্চলের শহর মেরু থেকে নাইরোবী যাওয়ার পথে নিথি নদীর ৪০ মিটার গভীরে পড়ে যায়। এতেই হতাহতের ঘটনা ঘটে।

স্থানীয় গণমাধ্যমে রোববার (২৪ জুলাই) প্রকাশিত খবরে আরও জানা যায়, দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

রাষ্ট্রীয় টেলিভিশন কেবিসির খবরে বলা হয়, মেরু শহর থেকে উপকূলীয় এলাকা মোমবাসায় যাওয়ার পথে এ ঘটনা ঘটে।

রেডক্রসের কর্মকর্তারা জানিয়েছেন, রাতে উদ্ধার কাজ স্থগিত রাখা হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় দুটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পূর্ব আফ্রিকান অঞ্চলের মধ্যে কেনিয়ায় এটি সর্বশেষ বাস দুর্ঘটনা। এই অঞ্চলের রাস্তাঘাট সংকীর্ণ হওয়ায় প্রায়ই ঘটে এ ধরনের ঘটনা ঘটে। তবে চালকের বেপরোয়া গতির কারণেই এসব দুর্ঘটনা ঘটে বলে দায়ী করে আসছে দেশটির পুলিশ।

এর আগে, গত ৮ জুলাই নাইরোবী থেকে মোমবাসা যাওয়ার পথে বাস দুর্ঘটনায় অন্তত ২০ জন প্রাণ হারান।

Related posts

ইলন মাস্কের বিরুদ্ধে টুইটারের মামলা

Asha Mony

বাইক কিনতে বস্তা ভরে কয়েন নিয়ে গেলেন ব্যবসায়ী

Asha Mony

ক্ষেপণাস্ত্রে অর্থ ঢালছে উত্তর কোরিয়া, করোনার টিকা নয়

admin