33 C
Dhaka,BD
June 6, 2023
Uttorbongo
আন্তর্জাতিক

ইসরায়েলি প্লেনের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার সৌদির

 

ইহুদিবাদী ইসরায়েলের সব ধরনের প্লেনের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে সৌদি আরব। মার্কিন প্রেসিডেন্টে জো বাইডেনের সৌদি সফরের আগে এ ঘোষণা দিলো রিয়াদ। এর মধ্য দিয়ে দখলদার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পথে আরও এক ধাপ এগিয়ে গেলো সৌদি শাসকগোষ্ঠী।

সৌদি আরবের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বাইডেন বলেছেন, এই সিদ্ধান্ত একীভূত, স্থিতিশীল ও নিরাপদ মধ্যপ্রাচ্য প্রতিষ্ঠার পথ করে দেবে।

বার্তা সংস্থা এপি ও রয়টার্স জানিয়েছে, প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ইসরায়েল থেকে সরাসরি ফ্লাইটে সৌদি আরব যাবেন জো বাইডেন। ঠিক তার কয়েক ঘণ্টা আগে সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন টুইটারে একটি বিবৃতি দিয়েছে। তাতে বলা হয়েছে, কর্তৃপক্ষের প্রয়োজনীয় সব বিষয় পূরণ করার পর সব প্লেন ক্যারিয়ারের জন্য সৌদি আরবের আকাশসীমা উন্মুক্ত রাখার সিদ্ধান্ত হয়েছে।

যক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন, নিষেধাজ্ঞা প্রত্যাহারের ফলে ইসরায়েল থেকে সৌদি আরবে প্লেন যেতে পারবে ও ফিরতেও পারবে। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের মতো ইসরাইলেরও নিরাপত্তা ও সমৃদ্ধি উন্নত হবে বলে তিনি মন্তব্য করেন।

এর আগে ২০২০ সালে ইসরাইলের তৎকালীন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরাসরি একটি ফ্লাইটে সৌদি আরব গিয়েছিলেন বলে রিপোর্ট প্রকাশ হয়। বিষয়টি মিডিয়া জোরালোভাবে প্রচার করলেও রাষ্ট্রীয়ভাবে এ বিষয়ে তেমন কিছুই বলা হয়নি।

Related posts

আল্পস পর্বতমালায় হিমবাহ ধসে ৬ জনের মৃত্যু

Asha Mony

উত্তরপ্রদেশে ভারি বৃষ্টিতে দেওয়াল ধস, ৯ জনের প্রাণহানি

Asha Mony

ভারতের উপরাষ্ট্রপতি পদে বিজেপির প্রার্থী জগদীপ ধনখড়

Asha Mony