33 C
Dhaka,BD
June 7, 2023
Uttorbongo
আন্তর্জাতিক

অমরনাথে মেঘভাঙা বৃষ্টি, মৃতের সংখ্যা বেড়ে ১৫

ভারতের জম্মু-কাশ্মীরের অমরনাথে মেঘভাঙা বৃষ্টিতে মৃতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন আরও অন্তত ৪০ জন। শুক্রবার (৮ জুলাই) অমরনাথ যাত্রার সময় পুণ্যার্থীদের অনেকেই ঝুঁকির মধ্যে পড়েন।

করোনা মহামারির জন্য গত দুই বছর বন্ধ ছিল অমরনাথ যাত্রা। গত ৩০ জুন থেকে শুরু হয় আবার। এখন পর্যন্ত ৭২ হাজার পুণ্যার্থী দর্শন করেছেন সেখানকার ঐতিহাসিক মন্দির।

পানির তোড়ে ভেসে গেছে পুণ্যার্থীদের শিবির ও লঙ্গর। স্থানীয় প্রশাসন জানিয়েছে, স্থগিত করা হয়েছে যাত্রা।

উদ্ধারকাজে নামানো হয়েছে হেলিকপ্টার। ভারতের জাতীয় ও রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী উদ্ধার কাজ চালাচ্ছে। সঙ্গে রয়েছে ইন্দো-তিবব্ত সীমান্ত পুলিশ (আইটিবিপি)।

জানা গেছে, পাহাড়ের মাথায় প্রবল বৃষ্টি হচ্ছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আচমকাই অমরনাথ গুহার মাথা এবং চারপাশ থেকে বাঁধ-ভাঙা জলস্রোত ঢুকতে থাকে।

এ ঘটনায় টুইটারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, ‘অমরনাথ গুহার কাছে মেঘভাঙা বৃষ্টি উদ্বেগজনক। মৃতদের পরিবারকে সমবেদনা জানাই। লেফটেনান্ট গভর্নর মনোজ সিনহাজির সঙ্গে কথা বলেছি। গোটা পরিস্থিতির খবর নিয়েছি। উদ্ধারকাজ চলছে। সব রকম সহায়তা করা হচ্ছে।’

এদিকে, এ ঘটনায় জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ ও মেহবুবা মুফতি উদ্বেগ প্রকাশ করেছেন।

Related posts

এবার দ্য ইকোনমিস্টের পাতায় পদ্মা সেতু

Asha Mony

যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে বন্যায় নিহত ৩৭, নিখোঁজ শতাধিক

admin

সব সম্পদ দান করতে চান বিল গেটস

Asha Mony