34 C
Dhaka,BD
May 28, 2023
Uttorbongo
অন্যান্য জীবন ধারা

১৯০ কিমি পথ পাড়ি দিল যুবক ট্রেনের ইঞ্জিনের নিচে বসে !

নেটদুনিয়ায় ভাইরাল হচ্ছে নিত্যনতুন সব অবাক করা ভিডিও। এবার সেই তালিকায় নাম লেখালো ভারতীয় এক যুবক। ট্রেনে না চড়ে ট্রেনের ইঞ্জিনের নিচে বসে পাড়ি দেয়া দীর্ঘপথের এই অবাক করা কাণ্ড দেখে অনেকেরই মাথাখারাপ হওয়ার পথে।

কীভাবে ওই যুবক দীর্ঘসময় ট্রেনের নিচে জীবিত অবস্থায় ছিল, তা এখন বিস্ময়ের কারণ হয়ে উঠেছে। ঘটনাটি ঘটেছে ভারতের শরনাথবুধ পূর্ণিমা এক্সপ্রেসে।

সেখানে ট্রেনটি প্রথমে রাজগীর থেকে গায়া স্টেশনে যাত্রা করে। গায়ায় ঢোকার পরই ট্রেনের চালক ট্রেনের নিচে দেখতে পান ওই যুবককে।

রাজগীর থেকে গায়া স্টেশন পর্যন্ত সুরক্ষিত থাকলেও ওই যুবক গায়া স্টেশনের একটু আগেই অদ্ভূত আচরণ করতে শুরু করে। যার কারণে ট্রেনের ইঞ্জিনে হঠাৎ বিকট শব্দ শুরু হয়।

প্রথমে এই বিকট শব্দ ট্রেনের চালক শুনতে পেলে তিনি দ্রুত ট্রেন থামানোর সিদ্ধান্ত নেন। ট্রেনটি গায়া স্টেশনে না ঢুকে মাঝপথে বন্ধ করার পর ট্রেনচালক একটি টর্চ নিয়ে সেই ট্রেনের ইঞ্জিন পরীক্ষা করতে এলে সেই যুবককে দেখতে পান।

দীর্ঘ সময় ট্রেনের ইঞ্জিনের নিচে বসে কীভাবে তিনি ব্যালেন্স রেখে এতক্ষণ বসে ছিলেন, তাই নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে ওই যুবকের ঘটনা।

তবে দীর্ঘসময় ধরে একইভাবে বসে থাকায় ওই যুবক শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছে। কিন্তু এমন ঘটনা ঘটানোর কারণ কী, সে বিষয়ে এখনো কোনো তথ্য পায়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সূত্র: এই সময়

Related posts

পিয়াজের তেল চুল পড়া বন্ধ করে

admin

শিক্ষা বাজেটে আছি জিডিপির তিনে, যেতে হবে ছয়ে

admin

সুস্থ থাকতে সাদা নাকি লাল, কোন পেঁয়াজ খাবেন?

admin