32 C
Dhaka,BD
May 28, 2023
Uttorbongo
অন্যান্য শিক্ষা

শাবিপ্রবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষায় অনুপস্থিত ৩০২ শিক্ষার্থী

২০২১-২২ শিক্ষাবর্ষে দেশের ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। ‘এ’ ইউনিটে ভর্তি পরীক্ষায় শাবিপ্রবি কেন্দ্রে ৫৫২৯ শিক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ৫২২৭ যা শতকরা ৯৪.৫৪ শতাংশ। পরীক্ষায় অনুপস্থিত ছিল ৩০২ শিক্ষার্থী।

শনিবার (৩০ জুলাই) সিলেট অঞ্চলের ভর্তি পরীক্ষা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(শাবিপ্রবি) অনুষ্ঠিত হয়।দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত শাবিপ্রবিসহ দেশের ১৯টি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কেন্দ্রে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

শাবিপ্রবি কেন্দ্রের ভর্তি কমিটির সদস্য সচিব মো. ইশরাত ইবনে ইসমাইল জানান, এ বছর শাবিপ্রবি কেন্দ্রের তিনটি ইউনিটে মোট পরীক্ষার্থী ৮৬৭৭। এর মধ্যে ‘এ’ ইউনিটে ৫৫২৯, ‘বি’ ইউনিটে ২৩২৯ এবং ‘সি’ ইউনিটে ৮১৯ ভর্তিচ্ছু পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।

ভর্তি পরীক্ষায় সার্বিক নিরাপত্তায়, ডিজিটাল জালিয়াতি রোধে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর এবং তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন জানিয়েছেন ভর্তি পরীক্ষার শৃঙ্খলা উপ-কমিটির আহ্বায়ক অধ্যাপক আমিনা পারভীন।

এ দিকে ভর্তি পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, পরিচালক ছাত্র উপদেশ ও নির্দেশনা অধ্যাপক আমিনা পারভীন, ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার ও সদস্য সচিব মো. ইশরাত ইবনে ইসমাইল উপস্থিত ছিলেন। এ সময় সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় উপাচার্য ভর্তি পরীক্ষা সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে পরীক্ষার্থী ও অভিভাবকদের যাতায়াত সুবিধার্থে সিলেটের বিভিন্ন সড়কে ২০টি বাস প্রদান করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী ১৩ আগস্ট ‘বি’ ইউনিট (মানবিক) ও ২০ আগস্ট ‘সি’ ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা একই নিয়মে অনুষ্ঠিত হবে।

Related posts

উপকারী হলুদ যাদের জীবনে ডেকে আনে মারাত্মক বিপদ!

admin

রাত পোহালে গুচ্ছভুক্ত ২২টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

admin

রাবির ‘বি’ ইউনিটের দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ

Asha Mony