34 C
Dhaka,BD
May 28, 2023
Uttorbongo
অন্যান্য জীবন ধারা

শরীরের কোন অংশ নড়লে কীসের ইঙ্গিত

অনেক সময় আমাদের শরীরের কোনো কোনো অংশ কম্পন বা নড়াচড়া করে। পেশির এই স্পন্দন আমাদের নিয়ন্ত্রণে থাকে না। এর ফলে কোনো ক্ষতি না হলেও এটি শুভ ও অশুভ লক্ষণের সঙ্গে যুক্ত!

মাঝেমধ্যেই আমাদের শরীরের কিছু অংশ হঠাৎ করে কেঁপে উঠে। কখনো চোখ, কখনো কান আবার কখনো হাত। জ্যোতিষশাস্ত্র অনযায়ী, শরীরের এই এক-একটি অংশ কাঁপার ফল একেক রকম হয়। শরীরের বিভিন্ন অংশের স্পন্দন আমাদের ভবিষ্যতের ইঙ্গিত দেয়। আমাদের জীবনে কী ঘটতে যাচ্ছে, তারই একটা পূর্বাভাস পাওয়া যায় এই স্পন্দনের ফলে।

জ্যোতিষশাস্ত্র মতে, নারীদের বাম অঙ্গ এবং পুরুষদের ডান অঙ্গ কাঁপা শুভ। এটি ভালো কোনো খবর পাওয়ার লক্ষণ। এমনটা ঘটলে লাভ হওয়ার সম্ভাবনা থাকে। আবার কিছু ক্ষেত্রে কোনো অঙ্গ কাঁপলে, তা অশুভ বলে ধরা হয়। ভারতীয় সংবাদমাধ্যম আজ তাকের এক প্রতিবেদন অনুযায়ী চলুন জেনে নেওয়া যাক, কখন মানুষের শরীরের অঙ্গপ্রত্যঙ্গ নাচা বা কাঁপাকে অশুভ ধরা হয়-

আরও পড়ুন…….

নারীদের ক্ষেত্রে
সমুদ্রশাস্ত্র অনুসারে, নারীদের ডান চোখ অবিরাম নাচলে তা দীর্ঘ অসুস্থতার লক্ষণ। একই সঙ্গে নারীদের নাভিতে যদি মোচড় দেয় তবে তা বড়সড় ক্ষতির ইঙ্গিত। কোমরের ডান দিকে যদি কাঁপুনি অনুভূত হয়, তবে সেটিও কোনো বড় সমস্যার লক্ষণ হতে পারে।

এ ছাড়া নারীদের ডান কনুই কাঁপলে তা কারও সঙ্গে ঝগড়া বা বিবাদ বৃদ্ধিকে নির্দেশ করে। এক্ষেত্রে পার্টনার বা অফিসেও কারও সঙ্গে ঝগড়া হতে পারে। তাই যখনই কোনো নারীর ডান কনুই কাঁপবে তখনই তার সতর্ক হওয়া উচিত!

পুরুষদের ক্ষেত্রে
পুরুষের ক্ষেত্রে শরীরের বাঁ দিক কাঁপা মোটেও ভালো নয়। এর অর্থ কোনো খারাপ খবর তার জন্য অপেক্ষা করে আছে। পরিবারে কারও মৃত্যু বা চাকরি হারানোর মতো খারাপ ঘটনা তার সঙ্গে ঘটতে পারে।

এ ছাড়া সমুদ্রশাস্ত্রে পুরুষের উভয় কাঁধের কম্পনকে অশুভ বলা হয়েছে। এটি উত্তেজনা, ঝগড়া, বিবাদ বা বিরোধের লক্ষণ। যখন কোনো ব্যক্তির ঘাড় বাম দিকে কাঁপে, তখন সেটি অর্থ অপচয়ের লক্ষণ। একইভাবে, হাতের তালুতে কিছু অস্বস্তিবোধ হলে তা কোনো সমস্যায় পড়ার সংকেত হতে পারে।

Related posts

উচ্চশিক্ষায় যুক্তরাষ্ট্রে যেতে বিশ্ববিদ্যালয় ফেয়ার

admin

মাস শেষ হলেও খালি হবে না পকেট!

admin

খাবার বেশি খেয়েও মোটা হবেন না!

admin