33 C
Dhaka,BD
June 7, 2023
Uttorbongo
অন্যান্য শিক্ষা

উচ্চশিক্ষায় যুক্তরাষ্ট্রে যেতে বিশ্ববিদ্যালয় ফেয়ার

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষায় যাওয়ার জন্য মেলার আয়োজন করেছে যুক্তরাজ্য ভিত্তিক এডুকেশন এজেন্সি স্টাডি গ্রুপ।শুক্রবার (১০ জুন) সকাল সাড়ে ১০টায় রাজধানীর ওয়েস্টিন হোটেলে এই শিক্ষামেলা শুরু হয়।

মেলায় যুক্তরাষ্ট্রের নয়টি বিশ্ববিদ্যালয় অংশ নেয়। এসময় দেশের ১৫টি এডুকেশনাল এজেন্সির পরামর্শকদের মাধ্যমে শিক্ষার্থীদের উচ্চশিক্ষা সংক্রান্ত পরামর্শ দেয় স্টাডি গ্রুপ।

এজেন্সিতে পরামর্শ নিতে এসেছেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত মো. শামীম হোসেন। তিনি বলেন, আমি বেশ কিছুদিন ধরে উচ্চশিক্ষায় বাহিরে যাওয়ার জন্য তথ্য সংগ্রহ করছিলাম। মেলায় এসে অনেক তথ্য পেয়েছি। এসব তথ্য আমার দেশের বাইরে যেতে অনেক সহযোগিতা করবে।

স্টাডি গ্রুপের পার্টনার সেলস ম্যানেজার আতিকা ফায়েজা বলেন, এবারই প্রথম আমরা এই মেলার আয়োজন করলাম। মেলায় প্রায় দুই হাজার শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছেন। প্রায় এক হাজার পাঁচশ শিক্ষার্থী মেলায় পরামর্শ নেবে।

তিনি বলেন, আমরা প্রায় দশ বছর ধরে বাংলাদেশে বাংলাদেশে কাজ করছি। আমাদের মাধ্যমে অনেক শিক্ষার্থী উপকৃত হয়েছেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- স্টাডি গ্রুপের পার্টনার সেলস ম্যানেজার আব্দুল আহাদ ও রিক্রুইটমেন্ট ম্যানেজার ফারজানা ইসলাম স্বর্ণা।

Related posts

শরীরের কোন অংশ নড়লে কীসের ইঙ্গিত

admin

পুরান ঢাকার বিখ্যাত সব খাবার হোটেল!

admin

লকার থেকে প্রশ্ন গায়েব, ফাঁস বলতে ‘নারাজ’ শিক্ষা মন্ত্রণালয়

Asha Mony